বাংলা ছবির অন্যতম সফলতম পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
২০১১ সালে জুটি বেঁধে কাজ শুরু করেছিলেন শিবপ্রসাদ-নন্দিতা। তাঁদের প্রথম ছবিই সফল হয়।
আগামী মে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ছবি 'আমার বস'।
তথ্য বলছে, শিবপ্রসাদ-নন্দিতার বেশিরভাগ হিট ছবিই মুক্তি পেয়েছে মে মাসে।
তাঁদের দ্বিতীয় হিট ছবি 'বেলাশেষে' মুক্তি পেয়েছিল ২০১৫-র ১ মে।
ব্লকবাস্টার ছবি 'প্রাক্তন' মুক্তি পেয়েছিল ২০১৬-র ২৭ মে।
উইনডোজ প্রোডাকশনেওর অন্যতম হিট ছবি ‘পোস্ত’। ঘটনাচক্রে এই ছবিটিও মুক্তি পায় সেই মে-তে। দিনটা ছিল ২০১৭-র ১২ মে।
শিবপ্রসাদ-নন্দিতার পরিচালনায় আরও একটি সফল ছোটদের ছবি হামি। যেটি মুক্তি পায় ২০১৮-র ১১ মে।
২০১৯-এক ১০ মে মুক্তি পেয়েছিল উইনডোজ-এর ছবি ‘কণ্ঠ’।
এরপর আরও এক সফল ছবি বেলাশুরু মুক্তি পায় ২০২২-এর ২০ মে।
২০২৩-এর ১২ মে মুক্তি পায় শিবপ্রসাদ-নন্দিতার আরও এক সুপারহিট ছিল 'ফাটাফাটি'।
যেখানে বেশিরভাগ প্রযোজনা সংস্থা পুজো, বড়দিন কিংবা ১লা বৈশাখকে ছবি মুক্তির আদর্শ সময় মনে করেন সেখানে প্রথম ছক গরমের ছুটিতে সিনেমা আনতে শুরু করেন শিবপ্রসাদ-নন্দিতা।
আর এবার গরমের ছুটিতে আসছে ‘আমার বস’, মুক্তি পাচ্ছে ১৬ মে।
শিবপ্রসাদ জানাচ্ছেন মে (২০) মাসে তাঁর জন্মদিন। তাই এই মাসটা তাঁর কাছে বিশেষ।
পরিচালকের কথায়, তাঁরা যখন ছবি বানানো শুরু করেন, তখন অন্যসময় হল পাওয়ার সমস্যা ছিল, তাই মে মাসই তাঁরা বেছেছিলেন।
পরে এই মে মাসটাই সাফল্যের চাবিকাঠি হয়ে যায় শিবপ্রসাদ-নন্দিতার কাছে।