Hindustan Times
Bangla

Asia Cup 2023: চলতি এশিয়া কাপে সব থেকে বেশি রান, সেরা ১০-এ ভারতের তিন

চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত  সব থেকে বেশি রান করেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের তারকা ২ ম্যাচে ১৯৩ রান সংগ্রহ করেন।

দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম। পাক দলনায়ক ৪ ম্যাচের ৩টি ইনিংসে ১৭৮ রান সংগ্রহ করেছেন।

তিনে রয়েছেন শ্রীলঙ্কার সাদিরা সমরাবিক্রমে। ৩ ম্যাচে ১৫০ রান করেছেন তিনি।

শ্রীলঙ্কার কুশল মেন্ডিস রয়েছেন চারে। ৩ ম্যাচে তাঁর সংগ্রহ ১৪৭ রান।

বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ রয়েছেন পাঁচ নম্বরে। ৪ ম্যাচে ১৪৫ রান করেছেন তিনি।

রোহিত শর্মা রয়েছে ছয় নম্বরে। ৩ ম্যাচে ১৪১ রান করেছেন ভারত অধিনায়ক।

শুভমন গিল রয়েছেন রোহিতের পিছনে সাত নম্বরে। ৩ ম্যাচে ১৩৫ রান করেছেন ভারতের তরুণ ওপেনার।

পাকিস্তানের ইফতিকার আহমেদ ৪ ম্যাচের ২টি ইনিংসে ১৩২ রান সংগ্রহ করেছেন। আপাতত তিনি রয়েছেন তালিকার ৮ নম্বরে।

বাংলাদেশের মুশফিকুর রহিম রয়েছেন নবম স্থানে। ৪ ম্যাচে তাঁর সংগ্রহ ১৩১ রান।

বিরাট কোহলি ৩ ম্যাচের ২টি ইনিংসে ব্যাট করে ১২৬ রান সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন তালিকার ১০ নম্বরে।