Hindustan Times
Bangla

কেরিয়ারের প্রথম ৮ টেস্টে সব থেকে বেশি রান, ব্র্যাডম্যানের পরেই যশস্বী- সেরা পাঁচ

টেস্ট কেরিয়ারের প্রথম ৮টি ম্যাচে সব থেকে বেশি রান করার নিরিখে স্যার ডন ব্র্যাডম্যানের ঠিক পিছনে দ্বিতীয় স্থানে জায়গা করে নেন যশস্বী।

৫. পাকিস্তানের সউদ শাকিল কেরিয়ারের প্রথম ৮টি টেস্টের ১৫টি ইনিংসে ৯২৭ রান করেন।

৪. সুনীল গাভাসকর কেরিয়ারের প্রথম ৮টি টেস্টের ১৬টি ইনিংসে ৯৩৮ রান করেন।

৩. ওয়েস্ট ইন্ডিজের এভার্টন উইকস কেরিয়ারের প্রথম ৮টি টেস্টের ১১টি ইনিংসে ব্যাট করে ৯৬৮ রান সংগ্রহ করেন।

২. যশস্বী জসওয়াল কেরিয়ারের প্রথম ৮টি টেস্টের ১৫টি ইনিংসে ব্যাট করে ৯৭১ রান সংগ্রহ করেন।

১. স্যার ডন ব্র্যাডম্যান কেরিয়ারের প্রথম ৮টি টেস্টের ১৪টি ইনিংসে ব্যাট করে ১২১০ রান সংগ্রহ করেন।

যশস্বী ৮টি টেস্টে ব্যাট করে ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২১৪ রানের।