Hindustan Times
Bangla

Most Sixes In ODIs: ওয়ান ডে ক্রিকেটে ছক্কা হাঁকানোয় গেইলকে টপকালেন রোহিত, সেরা পাঁচে রয়েছেন কারা?

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা হাঁকানো ৫ ব্যাটারের তালিকায় চোখ রাখুন।

১. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ৩৫১টি ছক্কা হাঁকিয়েছেন শাহিদ আফ্রিদি।

২. রোহিত শর্মা ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৮টি ছক্কা মেরেছেন।

৩. ক্রিস গেইল ওয়ান ডে ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ৩৩১টি ছয় মেরেছেন।

৪. সনৎ জয়সূর্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ২৭০টি ছক্কা মেরেছেন।

৫. মহেন্দ্র সিং ধোনি ওয়ান ডে ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ ২২৯টি ছয় মেরেছেন।

কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেন রোহিত শর্মা।

কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৯০ বলে ১১৯ রান করার পথে ৭টি ছক্কা হাঁকান রোহিত শর্মা।