Hindustan Times
Bangla

টেস্টে এক বছরে সব থেকে বেশি ছক্কা, সেহওয়াগকে টপকে ভারতীয়দের মধ্যে শীর্ষে যশস্বী- দেখুন সেরা পাঁচের তালিকা

ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্টে এক বছরে সব থেকে বেশি ছক্কা মারার নিরিখে সেওয়াগের রেকর্ড ভেঙে দেন যশস্বী।

সেহওয়াগ ১৪টি টেস্টের ২৭টি ইনিংসে ব্যাট করে যে রেকর্ড গড়েছিলেন, মোটে ৫টি ম্যাচে মাঠে নেমেই সেই রেকর্ড ভাঙেন যশস্বী।

৫. মায়াঙ্ক আগরওয়াল ২০১৯ সালে টেস্টে ১৮টি ছক্কা মারেন।

৪. রোহিত শর্মা ২০১৯ সালে টেস্টে ২০টি ছক্কা মারেন।

৩. ঋষভ পন্ত ২০২২ সালে টেস্টে ২১টি ছক্কা মারেন।

২. বীরেন্দ্র সেহওয়াগ ২০০৮ সালে টেস্টে ২২টি ছক্কা মারেন।

১. যশস্বী জসওয়াল ২০২৪ সালে ইতিমধ্যেই টেস্টে ২৩টি ছক্কা মেরেছেন।