Hindustan Times
Bangla

বিদেশের মাটিতে 'সব থেকে বেশি' টেস্ট উইকেট, শামি ও অশ্বিনকে টপকে সেরা ৫-এ ঢুকলেন বুমরাহ

দেশের বাইরে সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় শামি ও অশ্বিনকে টপকালেন বুমরাহ।

১. বিদেশের মাটিতে সব থেকে বেশি ২৬৯টি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন অনিল কুম্বলে। 

২. এই নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব। তিনি বিদেশে ২১৫টি টেস্ট উইকেট নিয়েছেন।

৩. তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জাহির খান। তিনি বিদেশে ২০৭টি টেস্ট উইকেট নিয়েছেন।

৪. তালিকার চার নম্বরে রয়েছেন ইশান্ত শর্মা। তিনিও বিদেশে ২০৭টি টেস্ট উইকেট নিয়েছেন।

৫. তালিকার পাঁচ নম্বরে উঠে আসেন জসপ্রীত বুমরাহ। তিনি বিদেশে এখনও পর্যন্ত ১৫৫টি টেস্ট উইকেট নিয়েছেন।

৬. তালিকার ছয় নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বিদেশে ১৫৪টি টেস্ট উইকেট নিয়েছেন।

মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেওয়া মাত্রই এই তালিকায় মহম্মদ শামি (১৫৩) ও অশ্বিনকে টপকে যান বুমরাহ।