By Tulika Samadder
Published May 13, 2023

Hindustan Times
Bangla

মাদার্স ডে: মাকে দিতে পারেন এই ১০ উপহার

রোজ মায়ের হাতের রান্না খান, এবারের মাদার্স ডের দিন মাকে নিয়ে চলে যান ডিনার ডেটে। 

নিজের হাতে কার্ড বানিয়ে উপহার দিন মাকে। 

গাছও উপহার হিসেবে খুব ভালো। সাকুলেন্ট, ক্যাকটাস বা কোনও ইন্ডোর প্লান্ট দিতে পারেন উপহারে। 

সরু চেন হোক বা পেনডেন্ট, অথবা কানের দুল, মাদার্স ডে-র উপহার হিসেবে দিতে পারেন গয়নাও। 

উপহার হিসেবে দিতে পারেন পারফিউমও। 

মাদার্স ডে-র উপহার হিসেবে মেকআপ প্রোডাক্টসও দিতে পারেন।

মায়ের প্রতি ভালোবাসা ব্যক্ত করতে চিঠিও লিখতে পারেন। স্মৃতিতে থেকে যাবে সারা জীবন। 

মা-র জন্য নিজের হাতে বানান কিছু স্পেশ্যাল ডিশ।