Hindustan Times
Bangla

মৌনির পেটে বাঘ! ‘হালুম’ বেশে ঘুরতে বেরোলেন নায়িকা

বিমানবন্দরে  পাপারাজ্জির লেন্সবন্দি হন অভিনেত্রী মৌনি রায়। খুব ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

এ দিন মাথা থেকে পর্যন্ত কালো পোশাকে ধরা দেন মৌনি। তবে তাঁর টি শার্টের পেটে কাছে বাঘের প্রিন্ট করা ছবি সবথেকে বেশি নজর কেড়েছে নেটিজেনের।

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় নিজের গ্ল্যামারাস লুকের কারণে চর্চায় থাকেন অভিনেত্রী

মৌনির পরনে গুচি টাইগার জার্সি কালো টি-শার্টের দাম ৪৯,৫৬৮ টাকা

কেরিয়ারের ভালো সময় কাটাচ্ছেন মৌনি। তাঁর শেষ ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল।

অন্যদিকে, ব্যবসায় হাত পাকাচ্ছেন নায়িকা। মুম্বইতে নতুন রেস্তোরাঁ খুলেছেন তিনি। নাম রেখেছেন বদমাশ।