Hindustan Times
Bangla

পাহাড়ে ঘুরছেন মৌনি, ছবি দেখে কী বললেন সেরা বান্ধবী দিশা

পাহাড়ে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী মৌনি রায়।

নেটমাধ্যমের পাতায় ঘুরে বেড়ানোর ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী

ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়ির সানরুফ থেকে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছেন মৌনি। 

লোকাল খাবার, লং ড্রাইভ এবং সাইড সিন উপভোগ করছেন

দুই বান্ধবীর সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী, তাঁদের সঙ্গে ছবিও পোস্ট করেছেন

কালো ক্রপ টপ এবং প্যান্টের সঙ্গে বেইজ রঙের লং জ্যাকেটে ধরা দিয়েছেন মৌনি। 

মৌনি ঘুরে বেড়ানোর ছবি দেখে মুগ্ধ নেটপাড়া

মৌনির ছবি দেখে সেরা বান্ধবী দিশা পাটানির মন্তব্য, 'খুব সুন্দর'

পাহাড়ে মোমো উপভোগ করেছেন  বলি ডিভা