By Priyanka Bose
Published 30 Jul, 2023
Hindustan Times
Bangla
মৌনির আবেদনে হার্ট বিট বেড়ে গেল নেটপাড়ার! কী এমন সেলফি তুললেন তিনি
অসুস্থ হয়ে টানা ৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়।
হাসপাতালের বিছানা শুয়ে একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন মৌনি। এখন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
নেটমাধ্য়মের পাতায় নিজের একগুচ্ছ সেলফি পোস্ট করেছেন অভিনেত্রী
সাদা সরু ফিতের টপের সঙ্গে কালো-সাদা বডিকন স্কার্ট পরে ছবিতে লাস্যময়ী লুকে ধরা দেন মৌনি
মৌনির দুষ্টু-মিষ্টি সেলফিতে বুঁদ নেটপাড়া
মৌনি এই মুহূর্তে বেশ ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসাও শুরু করেছেন। আবার টেলিভিশনে বিচারকের আসনেও দেখা যাচ্ছে তাঁকে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন