By
Published Jan 9, 2023
Hindustan Times
Bangla
পর্দার বাইরে বাস্তবে প্রচণ্ড গ্ল্যামারাস মৌনি রায়
সবুজ পোশাকে আগুন ঝরানো লুকে নেটমাধ্যমের পাতায় ছবি শেয়ার করেছেন।
কাজের সূত্রে মৌনি মুম্বইতে থাকলেও তাঁর স্বামী সূরজ দুবাই-এর বাসিন্দা। সেখানকার ব্যবসায়ী।
কাজ ছাড়া বাকি সময় এখন দুবাইতেই থাকেন মৌনি।
হট লুক প্রায়শই সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করেন মৌনি।