Hindustan Times
Bangla

দোলের ছুটি হবে আরও মজাদার, দেখুন নতুন আসা এই সিরিজ-সিনেমা

আপনি যদি দোলের ছুটি ঘরে বসে কাটানোর কথাই ভেবে থাকেন, তাহলে মার্চে ওটিটি-তে নতুন আসা এই সিনেমা-সিরিজগুলি আপনাদের বিনোদনের খোরাক দেবে। 

১৫ মার্চ থেকে হটস্টারে প্রিমিয়ার হচ্ছে মার্ডার মুবারক। সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠি রয়েছে এই সিনেমাটিতে। 

পঙ্কজ ত্রুপাঠি অভিনীত ম্যায় অটল হু দেখা যাচ্ছে ১৪ মার্চ থেকে জি ফাইভে।  

অবশেষে জি ফাইভে এসেছে তেজা সাজ অভিনীত হনুমান সিনেমাটিও। 

সুপাস্টার মামুট্টির ব্রহ্মষুগম ছবিটি সাড়া ফেলেছিল বক্স অফিসে। দেখা যাবে সোনি লিভ-এ 

টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর দেখতে পারবেন ডিজনি প্লাস হটস্টারে। এই মার্চ মাস থেকেই প্রিমিয়ার হচ্ছে। 

ওটিটি-তে আসছে একাধিক অস্কার-প্রাপ্ত সিনেমা ওপেনহাইমার। ২১ মার্চ থেকে দেখা যাবে জিও সিনেমাতে, ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই। 

দোলের সবচেয়ে বড় উপহার নিসন্দেহে ফাইটার। ২১ মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে দীপিকা, হৃতিক ও অনিল কাপুরের সিনেমাটি।