By Priyanka Bose
Published 29 Aug, 2023

Hindustan Times
Bangla

ব্রালেটের ফাঁকে স্পষ্ট বক্ষবিভাজিকা, ট্রেঞ্চ কোটে ম্রুণালের 'বস লুক'-এ হাঁ নেটপাড়া

ব্র্যালেটের সঙ্গে ট্রেঞ্চ কোটে সাম্প্রতিক ফটোশ্যুটে ধরা দিয়েছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

নতুন ফটোশ্যুটর ছবি শেয়ার করে অনুরাগীদের চমকে দিয়েছেন  ম্রুণাল

ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'একটু চকচকে এবং পুরো বস'।

হাঁটু পর্যন্ত ঝুল কোর্টের সঙ্গে ঢিলে  প্যান্ট এবং হাই ব্লক হিল জুতো পরেছেন অভিনেত্রী

ম্রুণালের চোখের মেকআপে হাইলাইট করা নীল শেড সবথেকে বেশি নজর কাড়ছে

ফ্যাশন স্টাইলিস্ট আমনদীপ কৌর ম্রুণালের এই বস লুকের স্টাইল করেছেন