By Priyanka Bose
Published May 2, 2023
Hindustan Times
Bangla
স্টার কিড ধোনি-কন্যা জিভা, রইল সেরা ১০ ছবি
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনি বর্তমানে আইপিএল খেলছেন। CSK দলের ক্যাপ্টেন তিনি।
সাক্ষীর সঙ্গে বিবাহিত ধোনি। তাঁদের একমাত্র কন্যার নাম জিভা সিং ধোনি।
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাঁচিতে জন্মগ্রহণ করেন জিভা। মেয়ের জন্মের সময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন ধোনি
স্টারকিড হওয়ার দরুন প্রচুর লাইমলাইটে থাকেন জিভা
খুব মিষ্টি দেখতে জিভাকে। ধোনি কন্যা সোশ্যাল মিডিয়া স্টারও
জিভা সিং ধোনির নামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইলও রয়েছে। সেখানে তাঁর মিষ্টি মিষ্টি ছবি আপলোড করা হয়
ইনস্টাগ্রামে ২ মিলিয়নের বেশি ফলোয়ার্স জিভার
জিভার এই অ্যকাউন্ট মা সাক্ষী ধোনি ম্যানেজ করেন
জিভাকে প্রায়শই মা সাক্ষীর সঙ্গে স্টোডিয়ামে দেখা যায়। পাপা ধোনিকে গ্যালারি থেকে বসে উৎসাহও করেন তিনি
কাজ ফাঁকে সময় বের করে পরিবারের সঙ্গে কাটান ধোনি। মেয়ের সঙ্গে প্রায়শই প্রাক্তন তারকা অধিনায়কের ছবি ভাইরাল হয়
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন