By Priyanka Bose
Published May 4, 2023
Hindustan Times
Bangla
রাঁচিতে ৭ একর জমির উপর ধোনির ফার্ম হাউস, ভিতরের ছবি দেখলে চমকে যাবেন
ভারতীরে ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে আইপিএল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তিনি।
বিশ্বের শীর্ষ ধনী ক্রিকেটারদের মধ্যে গণ্য় করা হয় ধোনিকে। খুব বিলাসবহুল জীবনযাপন তাঁর।
ঝাড়খণ্ডের রাঁচিতে কয়েক একর জমির উপর একটি বিলাসবহুল ফার্ম হাউস রয়েছে ধোনির।
স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভাকে নিয়ে এই বাড়িতেই থাকেন ধোনি।
ধোনির স্ত্রী সাক্ষী প্রায়শই ইনস্টাগ্রামের পাতায় বাড়ির ছবি শেয়ার করেন
ধোনির ফার্ম হাউস বেশ সাজানো গোছানো। বাংলো অন্দর সজ্জার পাশাপাশি বাগানও যত্ন করে সাজিয়েছেন এই তারকা ক্রিকেটার
বাংলোর বাইরে বিরাট বাগানে রয়েছে নানা ফল এবং ফুলের গাছ
ফার্ম হাউসের বাগানে প্রায়শই পোষ্যদের সঙ্গে খেলা করেন, সময় কাটান ধোনি
ধোনির ফার্ম হাউসে আলাদা করে বাইক এবং গাড়ি রাখার জন্য বড় গ্যারেজ রয়েছে
ফার্ম হাউসের নাম রেখেছেন 'কৈলাশপতি'
রাঁচির রিং রোডে তৈরি এই ফার্ম হাউস প্রায় ৭ একর জায়গা জুড়ে বিস্তৃত
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন