Hindustan Times
Bangla

প্রায় ৪০ একর জমিতে চাষ করেন ধোনি, কী কী ফলন হয় জানেন?

কৃষিকাজ করতে ভালোবাসেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

রাঁচির সাম্বোতে একটি খামার বাড়ি রয়েছেন ধোনির। প্রায় ৪৩ একর বিস্তৃত জায়গা জুড়ে এলাকায় ফল এবং সবজির চাষ করেন তিনি।

বর্তমানে প্রায় ৪০ একর জমি চাষের জন্য ব্যবহার করেন ধোনি।

এক সাক্ষাৎকারে ধোনি জানিয়েছেন, কোভিডের আগে ৪০ একর জমিতে খুব কম চাষ হত। তবে কোভিডের জন্য অনেকটা সময় পেয়েছেন চাষের জন্য।

ধোনির জমিতে পেঁপে, তরমুজ, পেয়ারা, ড্রাগন ফল, আনারস ইত্যাদি ফল চাষ হয়।

এছাড়া খামারে হলুদ আদার চাষ করেন ধোনি। চাষ করেন আমেরও। 

ফুলকপি, আলু, মটর, ব্রকলি, শসা, গাজর, জলপাই, টমেটো, মুলো এবং স্ট্রবেরির চাষ হয় ধোনির ক্ষেতে।

ক্ষেতে জমির জন্য প্রচুর সময় ব্যয় করেন ধোনি। ক্রিকেটারের একটি ট্রাক্টর চালানোর ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।