By Priyanka Bose
Published 4 Jun, 2023

Hindustan Times
Bangla

'জিনে কে হ্যায় চার দিন' গানে সলমনের তোয়ালেটা মনে আছে? পরা তোয়ালের দাম ওঠে লাখ টাকা

'জিনে কে হ্যায় চার দিন' গানে তোয়ালে নিয়ে সলমন খানের নাচটা মনে আছ? দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই গান

'মুঝসে শাদি কারোগে' ছবি থেকে সলমনের এই গান সাড়া ফেলেছিল দর্শকমহলে

সলমনের তোয়ালে নিয়ে নাচ যেন এখনও ট্রেন্ডিংয়ে! গানটি শুনলই দর্শকের চোখের সামনে তা ভেসে ওঠে

সুপার হিট এই তোয়ালে নাচ এবং সলমনের শার্টলেস অবতারের বেশ চাহিদা ছিল

অনেক অ্যাওয়ার্ড শোয়ে সলমনকে তোয়ালে নিয়ে নাচতে দেখা গিয়েছে। কিন্তু জানেন কী সলমন খান তাঁর গানের ওই তোয়ালে নিলামে তুলেছিলেন।

একাধিক রিপোর্ট অনুযায়ী, 'জিনে কে হ্যায় চার দিন' গানে সলমনের ব্যবহৃত তোয়ালে নাকি নিলামে তোলা হয়েছিল।

১.৪২ লাখ টাকা দিয়ে নাকি তোয়ালেটি কিনেছিলেন সলমনেরই এক ভক্ত!

এই টাকা এক দাতব্য় প্রতিষ্ঠানে দিয়ে দেন সলমন। যা অসহায়দের সাহায্যের জন্য দেওয়া হয়েছিল।

কাজের পাশাপাশি উদার মনোভাবের জন্যও পরিচিত সলমন। উপার্জনের একটি বড় অংশ দাতব্য প্রতিষ্ঠানে দেন তিনি।

দুস্থদের সাহায্যের জন্য দাতব্য প্রতিষ্ঠান বিয়িং হিউম্য়ান চালান সলমন। দরিদ্র শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষার জন্য সাহায্য করেন।