By Sritama Mitra
Published 28 Aug, 2023

Hindustan Times
Bangla

আগামী ৫ বছরে ১০০ কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রিলায়েন্সের

অর্গানিক  বর্জ্য পদার্থকে গ্যাসে রূপান্তরিত করার পদ্ধতিকে সামনে রেখে এবার রিলায়েন্সের বড়সড় পদক্ষেপ।

রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানি বলেছেন, আগামী ৫ বছরে তারা ১০০ টি কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে চলেছেন। 

সংস্থার বার্ষিক সভা শেষে এদিন এই বড় বার্তা দিয়েছেন রিলায়েন্সের প্রধান, তথা ভারতের ব্যবসায়িক টাইকুন মুকেশ আম্বানি। 

ইতিমধ্যেই গুজরাটের জানগরে বায়োগ্যাসের একটি ডেমো ইউনিট খুলেছে রিলায়েন্স। 

এছাড়াও বাণিজ্যিকভাবে কম্প্রেসড বায়োগ্যাস উৎপাদন করার প্ল্যান্ট হিসাবে উত্তর প্রদেশের বারাবাঁকিতে একটি প্ল্যান্ড রয়েছে সংস্থার।

মুকেশ আম্বানি বলছেন, 'আমরা খুব তাড়াতাড়ি ২৫ টি কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে চলেছি সারা দেশে।'

৫.৫ মিলিয়ন টনের অর্গানিক বর্জ্য থেকে এই বিপুল পরিমাণ বায়োগ্যাস তৈরির পথে হাঁটছে রিলায়েন্স।

এদিকে, আজই দেশের বিজনেজ টাইকুন মুকেশ আম্বানি রিলায়েন্সের বোর্ডে নিয়োগ করলেন ছেলে আকাশ আম্বানি, অনন্ত আম্বানি ও মেয়ে ইশা আম্বানিকে।

ফলত রিলায়েন্সের রাশ যে আগামী দিনে উত্তরাধিকার সূত্রে মুকেশের পরিবারের এই তিন পুত্র কন্যার হাতেই যেতে চলেছে তা স্পষ্ট হয়ে গেল।

রিলায়েন্সের বোর্ড থেকে এবার পদ ছাড়লেন মুকেশ আম্বানির স্ত্রী  নীতা আম্বানি।