Hindustan Times
Bangla

Duleep Trophy 2024: দলীপ ট্রফিতে সব থেকে বেশি উইকেট, সেরা দশে রয়েছেন মুকেশ-আকাশ

এবারের দলীপ ট্রফিতে সব থেকে বেশি উইকেট নিয়েছেন কারা, দেখে নিন সেরা দশের তালিকা।

১. অংশুল কাম্বোজ ৩ ম্যাচের ৫টি ইনিংসে বল করে সব থেকে বেশি ১৬টি উইকেট নিয়েছেন।

২. মুকেশ কুমার ৩ ম্যাচের ৬টি ইনিংসে বল করে ১৫টি উইকেট সংগ্রহ করেন।

৩. নভদীপ সাইনি ৩ ম্যাচের ৬টি ইনিংসে বল করে ১৪টি উইকেট নিয়েছেন।

৪. আর্শদীপ সিং ৩ ম্যাচের ৬টি ইনিংসে বল করে ১৩টি উইকেট সংগ্রহ করেন।

৫. তনুষ কোটিয়ান ৩ ম্যচের ৬টি ইনিংসে বল করে ১০টি উইকেট নেন।

৬. বিজয়কুমার বৈশাক ৩ ম্যচের ৫টি ইনিংসে বল করে ১০টি উইকেট নিয়েছেন।

৭. মানব সুতার ৩ ম্যচের ৫টি ইনিংসে বল করে ১০টি উইকেট নিয়েছেন।

৮. আকাশ দীপ ১ ম্যাচের ২টি ইনিংসে বল করে ৯টি উইকেট দখল করেন।

৯. রাহুল চাহার ২ ম্যচের ৪টি ইনিংসে বল করে ৯টি উইকেট নিয়েছেন।

১০. খলিল আহমেদ ২ ম্যচের ৪টি ইনিংসে বল করে ৯টি উইকেট সংগ্রহ করেন।