মুলতানি মাটি দিয়ে ব্য়বহার করুন এই ৩ ফেসপ্য়াক, ফিরে আসবে ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা
রূপটানের জন্য বছরের পর বছর ধরে ব্যবহার হয়ে আসছে মুলতানি মাটি। মুলতানি মাটি ত্বকের উপরিতলে জমে থাকা তেল, ময়লা, জীবাণু সবকিছু পরিষ্কার করে দেয়। মুলতানি মাটি ব্যবহারের পর তৈলাক্ত ত্বকে আর চিটচিটে ভাব থাকে না।
যাদের ব্রণের সমস্যা আছে তারাও মুলতানি মাটি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। অ্যাকনে যাদের মুখে রয়েছে তাদের জন্য মুলতানি মাটি তো রীতিমতো একটি আশীর্বাদের মতো।
ত্বকের জন্য মুলতানি মাটির আরও অনেক উপকারিতা রয়েছে। ঘরের নানা উপায়ে বানাতে পারেন মুলতানি মাটির ফেসপ্যাক, কীভাবে-
মুলতানি মাটি এবং রোজ ওয়াটার ফেস প্যাক- যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য মুলতানি মাটি এবং গোলাপ জলের ফেস মাস্ক খুবই উপকারী। ত্বককে ঠান্ডা করার পাশাপাশি ব্রণের সমস্যাও কমায়।
মুলতানি মাটি, এসেন্সিয়াল অয়েল এবং গোলাপ জল মিশিয়ে নিন। যতক্ষণ না সেটি একটি মসৃণ পেস্ট তৈরি করে। ঘরে তৈরি এই প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
মধু দিয়ে মুলতানি মাটির ফেসপ্যাক- যাদের ট্যানিং বা ত্বকে কালো ছোপ ছোপ রয়েছে। তারা এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
মুলতানি মাটি, টমেটোর রস, মধু, লেবুর রস এবং সামান্য দুধ মিশিয়ে নিন। এটি মুখে ১০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন।
মুলতানি মাটি হলুদের ফেসপ্যাক- ট্যানিং দূর করার ক্ষেত্রে এই প্যাক খুব উপকারি।
মুলতানি মাটি, টক দই, হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। একটি ঘন পেস্ট তৈরি করে ফেসপ্যাক আপনার ত্বকে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর্যন্ত রেখে তুলে দিন।