By Abhisake Koley
Published 1 Apr, 2024
Hindustan Times
Bangla
প্রথম দল হিসেবে ২৫০ IPL ম্যাচের মাইলস্টোনে MI, প্রথম ৫-এ নেই CSK
ওয়াংখেড়েতে রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামা মাত্রই প্রথম দল হিসেবে ২৫০টি আইপিএল ম্যাচ খেলার মাইলস্টোন ছোঁয় মুম্বই ইন্ডিয়ান্স।
১. সব থেকে বেশি আইপিএল ম্যাচ খেলা দলের তালিকায় এক নম্বরে রয়েছে মুম্বই।
২. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলেছে ২৪৪টি আইপিএল ম্যাচ।
৩. দিল্লি ক্যাপিটালস খেলেছে ২৪১টি আইপিএল ম্যাচ।
৪. কলকাতা নাইট রাইডার্স খেলেছে ২৩৯টি আইপিএল ম্যাচ।
৫. পঞ্জাব কিংস খেলেছে ২৩৫টি আইপিএল ম্যাচ।
৬. চেন্নাই সুপার কিংস খেলেছে ২২৮টি আইপিএল ম্যাচ।
সিএসকে ২ বছর আইপিএল থেকে নির্বাসিত থাকায় এই তালিকায় পিছিয়ে থাকে তারা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন