By Priyanka Bose
Published Mar 14, 2023
Hindustan Times
Bangla
৯৫তম অস্কার অ্যাওয়ার্ডের মঞ্চে 'নাটু নাটু'র জন্য পুরস্কার জিতল দুই সৃষ্টিকর্তা সুরকার এমএম কিরাবানি এবং গীতিকার চন্দ্রবোস
রাজামৌলির লস অ্যাঞ্জেলেসের বাড়িতে চলল RRR টিমের অস্কার সেলিব্রেশন, পার্টিতে এমএম কিরাবানি পিয়ানো বাজিয়েছেন, গান গেয়েছেন
অস্কার সহ RRR যে সমস্ত পুরস্কার জিতেছে সেগুলির সঙ্গে ছবি তুলেছেন রামচরণ
রামচরণের স্ত্রী উপাসনা ইনস্টা স্টোরিতে তাঁদের পার্টির ঝলক এবং অস্কার অনুষ্ঠানে থেকে ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছেন
'নাটু নাটু' অস্কার জিতেছে সেই ঘোষণার মুহূর্তটা, রামচরণ এবং জুনিয়ার এনটিআর পরস্পরকে জড়িয়ে ধরেন
আরআরআর টিম অস্কার জয়ের পর পরিচালক এসএস রাজামৌলির লস অ্যাঞ্জেলেসের বাড়িতে পার্টিতে মেতে উঠেছেন
অস্কার হাতে ছবি তুলেছেন এমএম কিরাবানি এবং চন্দ্রবোস
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন