By Tulika Samadder
Published May 4, 2023

Hindustan Times
Bangla

লন্ডনে 'ফ্যাশনিস্তা' নবনীতা! কার সঙ্গে ঘুরছেন?

সোশ্যাল মিডিয়ায় লন্ডন ট্রিপের ছবি শেয়ার নবনীতা দাসের। 

অভিনেত্রীর ছবিতে প্রশংসায় ভরাল নেটপাড়া। 

ফুলের মাঝে সেলফি না নিলে চলে!

কালো লং ওভারকোটের সঙ্গে ডেনিম জিন্স আর সাদা সোয়েটার পরেছেন নবনীতা। 

কার সঙ্গে লন্ডনের রাস্তায় ঘুরছেন নবনীতা?

নবনীতার সঙ্গীর খোঁজে রয়েছেন তাঁর ভক্তরাও। 

লন্ডনে রয়েছেন নবনীতার স্বামী জিতু কমল নিজেও। তিনিও একার ছবিই দিয়েছেন সোশ্যালে। 

খবর বিবাববার্ষিকী উদযাপনেই এই ট্রিপ। ২০১৯ সালের ৬ই মে বিয়ে করেন তাঁরা।