Hindustan Times
Bangla

নাগপঞ্চমী ২০২৩ কবে পড়ছে? জানুন তারিখ, তিথি 

বাংলা পঞ্জিকা মতে ১৮ জুলাই থেকে শুরু হয়েছে। আর এই মাসেই পড়ছে নাগ পঞ্চমী। শ্রাবণ শিবের যেমন প্রিয় মাস, তেমনই তা সাপদেরও প্রিয় মাস। দেখে নেওয়া যাক, এই মাসে নাগপঞ্চমী কবে পড়ছে।

শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে পড়ে নাগপঞ্চমী। এই শুভ তিথির সময়ক্ষণ কী হতে চলেছে, তা দেখে নিন।

পঞ্জিকা মতে, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থানে ৭ জুলাই পালিত হয়েছে নাগপঞ্চমী। দেখে নেওয়া যাক, আসন্ন দিনে কোন তারিখে হতে চলেছে নাগপঞ্চমী। 

২১ আগস্ট হতে চলেছে নাগপঞ্চমী। তিথি পড়বে ২০ আগস্ট থেকে। ২০ আগস্ট রাত  ১২.২৩ মিনিটে পড়ছে তিথি।

 ২১ তারিখ  রাত ২.১০ মিনিটে এই তিথি সমাপ্ত হবে। 

নাগ পঞ্চমীর দিন পালিত হবে এই ব্রত। এই ব্রত পালনে কালসর্প দোষ থেকে মুক্তি মেলে বলে জানা যায়।

যাঁদের কুণ্ডলীতে রাহু ও কেতুর দোষ রয়েছে তাঁদের এই সমস্যা কেটে যেতে পারে কালসর্প দোষের ফলে।

এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।