By Suman Roy
Published 3 Aug, 2023
Hindustan Times
Bangla
দক্ষিণ ভারতের এই খাবারগুলি মন ভরেছে প্রধানমন্ত্রীর! জেনে নিন কী কী পদ
দক্ষিণ ভারতের NDA সাংসদদের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী
সেখানে খেলেন দক্ষিণ ভারতীয় খাবার। দিলেন তালিকা
কোন কোন খাবার সেখানে দেওয়া হল প্রধানমন্ত্রীকে?
পানিয়ারম
চাল এবং ডালের তৈরি ডাম্পলিং ধরনের নিরামিষ পদ এই পানিয়ারম
আপ্পাম
চাল এবং নারকেলের দুধ দিয়ে তৈরি হয় এই পদ
নিরামিষ কোরমা
দক্ষিণ ভারতের জনপ্রিয় পদের মধ্যে রয়েছে এই নিরামিষ কোরমা
পুলিহোরা
দক্ষিণ ভারতে জনপ্রিয় পদ পুলিহোরা! চালের তৈরি পদ এটি
পাপ্পু চারু
মূলত ডালের স্যুপ! দুর্দান্ত সুস্বাদু এই স্যুপ
আদাই অভিয়াল
তামিলনাড়ুর দোসা জাতীয় খাবার। মূলত প্রাতরাশ হিসাবেও বিখ্যাত
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন