Hindustan Times
Bangla

ফের 'Quit India' তোপ মোদীর! জাতীয় হস্তশিল্প দিবসের ভাষণে কী বললেন?

ভারত মণ্ডপমে জাতীয় হস্তিল্প দিবস উপলক্ষ্য়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফের একবার বিরোধীদের তোপ দাগলেন মোদী।

নাম না করে বিরোধী INDIA জোটকে টার্গেট করে মোদী দুর্নীতি থেকে তোষণ ইস্যুতে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, 'খারাপদের ভারত বলছে Quit India'।  

মোদী বলেন, 'বর্তমান ভারত চাইছে, দুর্নীতি ভারত ছাড়ো, তোষণ ভারত ছাড়ো, বংশবাদ ভারত ছাড়ো।'

তিনি মনে করিয়ে দেন যে ৯ অগস্ট, অর্থাৎ একদিন পরই আসছে এক ঐতিহাসিক দিন। যেদিন ১৯৪২ সালে গান্ধীজির নেতৃত্বে 'ভারত ছাড়ো আন্দোলন' এর ডাক দেওয়া হয়।

মোদী বলেন, বস্ত্রবয়নশিল্পের যেখানে এত ক্ষমতা রয়েছে, সেখানে তা গত কয়েক দশকে সঠিক দেখভাল পায়নি।

তথ্য পেশ করে মোদী বলেন, ২০১৪ সালে ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার খাদি সামগ্রী বিক্রি হত। আর বর্তমানে সেই অঙ্ক ১.৩০ লাখ কোটির মাত্রা ছুঁয়েছে।

মোদী বলেন, 'এটা আমাদের চেষ্টা যে বস্ত্রবয়ন, খাদি, আর হস্তশিল্প সেক্টরকে বিশ্ব চ্যাম্পিয়ান করব। '