By Priyanka Bose
Published 8 Oct, 2023

Hindustan Times
Bangla

নবরাত্রির আগে ঘর থেকে সরান এই জিনিসগুলি, দূর হবে সব নেতিবাচক শক্তি

শীঘ্রই শুরু হবে শারদীয়া নবরাত্রি। দেবীর অপার আশীর্বাদ পেতে শারদীয়া নবরাত্রি শুরুর আগে  ঘর থেকে সরান বেশ কিছু জিনিস।

ঘরের নেগেটিভিটি দূর করতে ও দেবী মাকে তুষ্ট করতে বাস্তু নিয়ম মেনে কোন জিনিস বাড়ি থেকে আগে সরাবেন, জেনে নেওয়া যাক-

ভাঙা মূর্তি- কোনও দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। অশুভ মনে করা হয়। বাড়িতে যদি মূর্তি ভাঙা থাকে, তাহলে শারদীয়া নবরাত্রি শুরুর আগে ঘর থেকে সরিয়ে একটি পবিত্র নদীতে ফেলে দিতে হবে।

পুরনো জুতো ও চপ্পল- বাড়িতে যদি পুরনো জুতো ও চপ্পল পড়ে থাকে, যেগুলি ব্যবহার করেন না, সেগুলি নবরাত্রি শুরুর আগে ঘর থেকে সরিয়ে ফেলুন।

 খাবার- নবরাত্রির সময় রসুন, পেঁয়াজ এবং মাছের মতো খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে। উৎসবের পরবর্তী ৯ দিন ঘরে এই জাতীয় খাবার আনবেন না।

ভাঙা ঘড়ি- ঘরে বন্ধ বা ভাঙা ঘড়ি থাকলে পরিবারের সদস্যদের কাজের ক্ষেত্রে উন্নতি থেমে যায়। ঘরে নেতিবাচকতা বাড়ে। তাই নবরাত্রি শুরুর আগে ঘরের বন্ধ ঘড়ি সরিয়ে ফেলুন।

ভাঙা আয়না বা কাঁচ- ভাঙা কাঁচ বা কাঁচের তৈরি জিনিস রাখলে ঘরে নেতিবাচক শক্তি আকৃষ্ট হয়, যার ফলে আর্থিক অবস্থা দুর্বল হতে শুরু করে। তাই নবরাত্রি শুরু হওয়ার আগে ঘর থেকে ভাঙা কাঁচের জিনিসপত্র সরিয়ে ফেলা উচিত।