By Sayani Rana
Published 4 Feb, 2025
Hindustan Times
Bangla
সৌন্দর্যের মাপকাঠির একটি উল্লেখযোগ্য অংশ হল চুল৷ আর বিয়ের কনের মাথায় একরাশ চুলে থাকবে সেটাই স্বাভাবিক দৃশ্য।
তবে এবার এই সব মানদণ্ডকে বেশ বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নীহার সচদেব৷
যুক্তরাষ্ট্রের বাসিন্দা নীহার পেশায় ফ্যাশন ইনফ্লুয়েন্সার।
নীহার মাত্র ৬ মাস বয়সে অ্যালোপেসিয়া রোগে আক্রান্ত হন। ফলে এখন তাঁর মাথায় চুলের লেশমাত্র নেই।
তবে তা নিয়ে মোটেই কোনও দ্বিধা নেই তাঁর মনে, তাই পরচুলার ধারণাকে নস্যাৎ করে মাথাজোড়া টাক নিয়েই বিয়ে সারলেন নীহার৷
সম্প্রতি তিনি তাঁর প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।
বিয়েতে জমকালো লহেঙ্গায় সেজে উঠেছিলেন তিনি।
তাছাড়াও ভারী গয়না ও মাথায় টিকলিও পরেছিলেন নীহার।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন