By Priyanka Mukherjee
Published 11 Sep, 2023

Hindustan Times
Bangla

 পূর্ণার হাড় জ্বালাতে 'রূপসাগরে মনের মানুষ'-এ এন্ট্রি  জি বাংলার এই খল-নায়িকার? 

ছোটপর্দার অতি পরিচিত মুখ নবনীত মালাকার, এই মুহূর্তে নিম ফুলের মধু-তে দেখা যাচ্ছে তাঁকে

এবার তিন্নিকে দেখা যাবে সান বাংলার জনপ্রিয় মেগা 'রূপসাগরে মনের মানুষ'-এ

রাগিনী হয়ে গল্পে প্রবেশ করেছেন নবনীতা। শুরুতে এই চরিত্রের ইতিবাচক দিক উঠে এলেও আতঙ্কিত ফ্যানেরা

এই সিরিয়ালেও হয়ত নেগেটিভ চরিত্রে হিসাবেই দেখা যাবে তিন্নিকে, পর্ণার মতো  পূর্ণার জীবনও অতিষ্ট করে তুলবে সে! 

জলপাইগুড়ির মেয়ে নবনীতা মালাকার, 'পুণ্যি পুকুর', 'মনসা', 'মহাপ্রভু শ্রীচৈতন্য়'-র মতো মেগায় দেখা মিলেছে তাঁর।

তিন্নিকে রাগিণী হিসাবে দর্শক কতটা গ্রহণ করে সেটাই দেখবার!

এই মুহূর্তে সান বাংলার সবচেয়ে চর্চিত মেগা 'রূপসাগরে মনের মানুষ'! রুকমার অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের