ভিভের সন্তানের মা হওয়ার আগে এক বাঙালিকে বিয়ে করেন নীনা, কে ছিল তাঁর প্রথম স্বামী?
অভিনেত্রী ব্যক্তিগত জীবন সবসময়ই থেকেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে, আশির দশকে সহবাস সম্পর্কে জড়িয়ে মা হয়েছিলেন নীনা
জীবনে ঠেকে শিখেছেন নীনা। জীবনের শিক্ষা তাঁকে বদলেছে। ভিভ রিচার্ডসের সহবাস সঙ্গী ছিলেন নীনা, সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হন তিনি
নিজের স্ত্রী-সন্তানদের ভুলে নীনার হাত ধরেননি ভিভ। একাই সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সাহসি সিদ্ধান্ত নিয়েছিলেন নীনা
ভিভ ও নীনার একমাত্র সন্তান মাসাবা, তবে ভিভ কিন্তু তাঁর জীবনের প্রথম পুরুষ নন। কলেজে পড়ার সময়ই বিয়ে করেছিলেন নীনা
সংস্কৃত নিয়ে অনার্স পড়ার সময় আইআইটির ছাত্র অম্লান কুমার ঘোষকে বিয়ে করেছিলেন তিনি। এক বছরের মধ্যে ভাঙে সেই বিয়ে।
কলেজে পড়ার সময় কেন চটজলদি বিয়ে করেছিলেন নীনা? প্রেমিকের সঙ্গে শ্রীনগর ঘুরতে যেতে চেয়েছিলেন, বাধ সাধেন মা। নির্দেশ আসে বিয়ের পরই মিলবে অনুমতি। তাই দেরি না করে বিয়ে করে নেন দুজনে
নীনার কথায়- 'বিয়েটা বোকামি ছিল, তবে ওই বয়সে সকলেই এমন বোকামি করে থাকে'। নিজের আত্মজীবনী 'সচ কহুঁ তে' প্রথম স্বামীর কথা লিখেছেন নীনা
মেয়ে মাসাবার যখন ১৯ বছর বয়স, তখন ফের বিয়ের পিঁড়িতে বসেন নীনা
২০০৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা
নীনার মতো বিবেকেরও এটা ছিল দ্বিতীয় বিয়ে। গত ১৭ বছর ধরে সুখে সংসার করছেন দুজনে