Hindustan Times
Bangla

সামনেই নিট ইউজি কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। প্রতিবারের মতো এই বছরেও পছন্দের কলেজ বেছে নিতে উত্তীর্ণরা বেশ কয়েকটি দিক ভাববেন। তার আগে দেখা যাক রুচা পাওয়াশের কাহিনি।

দেশের সেরার সেরা মেডিক্যাল কলেজে সাধারণত প্রথমের দিকের আসনে নিট টপারদের দখলদারি থাকে। যেমন এইমসের দিকে নজর থাকে অনেকেরই।

তবে রুচা ২০২২ নিট ইউট়জির প্রথম ৪ এর মধ্যে থেকেও তিনি বেলগাভির 'বেলগাম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স'কে কলেজ হিসাবে বেছে নেন।

নিট ইউজি টপার হিসাবে তাঁর এমন সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ? প্রশ্ন করতেই রুচি মনের কথা জানান।

রুচা বলেছিলেন, দিল্লি তাঁর পক্ষে অনেক দূর হয়ে যাচ্ছিল। তাই বাড়ির কাছে কোনও মেডিক্যাল কলেজ খুঁজছিলেন রুচা। সেই দিক থেকে  তিনি এই সিদ্ধান্ত নেন। 

সেবার রুচা বাদে বাকি ১০ নিট ইউজি টপাররা সকলেই এইমসকে বেছে নিয়েছিলেন। চিকিৎসক পরিবারের সন্তান রুচার ওই সিদ্ধান্ত অনেককেই চমকে দিয়েছিল।