Hindustan Times
Bangla

স্টার বানিয়েছিলেন ধোনি, পরে হারিয়ে যান এই চার ক্রিকেটার

বেশ কয়েকজন আনকোরা ক্রিকেটারকে স্পটলাইটে আনেন ধোনি, এমনই চার ক্রিকেটার হঠাৎ করেই হারিয়ে যান অন্তরালে।

আইপিএলে শাদব জাকাতিকে একসময় চেন্নাইয়ের অন্যতম হাতিয়ারে পরিণত করেন ধোনি।

২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত আইপিএল খেলা জাকাতি মঞ্চটাকে ব্যবহার করে নিজেকে উপরের দিকে তুলে নিয়ে যেতে পারেননি।

মনপ্রীত গোনি ধোনির হাত ধরেই স্পটলাইটে উঠে আসেন। আইপিএলের গণ্ডি টপকে জাতীয় দলেও ঢুকে পড়েন তিনি।

তবে চোটের জন্য দীর্ঘয়াতি হয়নি গোনির কেরিয়ার। ২০১৯ সালে খেলা থেকে অবসর নেন তিনি।

একদা সুদীপ ত্যাগীকে চেন্নাই সুপার কিংসের লিড বোলার বানিয়েছিলেন ধোনি।

জাতীয় দলের হয়েও মাঠে নামেন ত্যাগী। তবে নিজের কেরিয়ারকে দীর্ঘায়িত করতে পারেননি ত্যাগী।

একদা আইপিএল নিলামের মহার্ঘ্য ক্রিকেটার পবন নেগী ধোনির ছত্রছায়াতেই বেড়ে ওঠেন। তবে তিনিও ক্রমশ হারিয়ে যান মূল স্রোত থেকে।