Hindustan Times
Bangla

আজও ফেরেননি সুভাষ, নেতাজি ফিরেছেন! কোন কোন সিনেমায়। 

১৯৫৫ সাল থেকে একাধিক সিনেমায় বারবার ফিরে এসেছেন নেতাজি। 

বাংলার বাইরে অন্যান্য ভাষাতেও তাঁর জীবনের গল্প বলেছে নানান সিনেমা। 

১৯৫৫ সালের 'সমাধি' তারই মধ্যে একটি।

১৯৬৬ সালের 'সুভাষ চন্দ্র' আপনার মনকে ভারাক্রান্ত করে তুলবে।

২০০৪ সালের 'নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো' দেখে কাঁদবেন।

২০১১ সালের 'আমি সুভাষ বলছি' দেখে বাঙালি হিসাবে গর্ব হবে আপনার।

২০২০ সালের 'দ্য ফরগটেন আর্মি' সিনেমার মত সিনেমা।

২০১৭ সালের 'বোস: ডেড/অ্যালাইভ' দেখেও ভালো লাগবে।

২০১৯ সালের 'গুমনামি' দেখে নেতাজিকে আরও ভালোভাবে চিনবেন।