আবার নিজের ইচ্ছা মতো যখন খুশি বদলানো যাবে স্মার্টফোনের ব্যাটারি। ব্যাটারি বদলাতে যেতে হবে না সার্ভিস সেন্টারে
ইউরোপিয় ইউনিয়ন ২০২৭ সালের মধ্যে সমস্ত ফোনে এই ফিচার বাধ্যতামূলক করেছে।
বিশ্বে ব্যাটারি বর্জ্যের পরিমাণ কমাতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউরোপিয় ইউনিয়ন। ১৪ জুন ইউরোপিয় পার্লামেন্টে এই সিদ্ধান্ত কার্যকর করতে বিল পাশ হয়েছে।
এই ব্যবস্থা কার্যকর হলে আগেকার মতো যখন খুশি ফোনের ব্যাটারি পরিবর্তন করা যাবে। সিদ্ধান্তে সহমতি জানিয়েছে অ্যাপেল, স্যামসাং সহ সমস্ত ফোন নির্মাতা সংস্থা।
ফোনের ফেলে দেওয়া ব্যাটারি থেকে ৫০ শতাংশ লিথিয়াম সংগ্রহ বাধ্যতামূলক করেছে ইউরোপিয় ইউনিয়ন।
এই নিয়ম ব্যাটারিচালিত সমস্ত জিনিসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বিশেষজ্ঞদের দাবি, ইউরোপিয় ইউনিয়নের এই নিয়ম গোটা বিশ্বেই ক্রমে কার্যকর হবে।