Hindustan Times
Bangla

ঝা চকচকে ড্রেসিংরুম ভিভিআইপি বক্স। বিশ্বকাপকে ঘিরে সেজে উঠছে ইডেন গার্ডেন্স। এক ঝলকে দেখে নেওয়া যাক নতুন লুকে ইডেনকে।

ইডেনের ভিতরে প্রবেশ করার প্রধান ফটক। যেখানে এই মুহূর্তে রঙের কাজ প্রায় শেষের পথে। বসেছে নতুন টাইলস।

ইডেনে প্রবেশ করলে বোঝার উপায় নেই এটা পাঁচ তারা না সাত তারা হোটেল। 

পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে ড্রেসিংরুমও। মনে হতেই পারে ইংল্যান্ডের কোনও স্টেডিয়ামে খেলা হচ্ছে।

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়াও একটি সেমি ফাইনাল রয়েছে। ফলে কোনও রকম ত্রুটি রাখতে চাইছে না সিএবি।

অত্যাধুনিক আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে ইডেনের ক্লাব হাউসের অন্দর মহলকে। যা কোনও অংশেই কম নয় পাঁচ তারা হোটেলের থেকে।

অত্যাধুনিক ভাবে সেজে উঠেছে ভিভিআইপি এবং কমেন্ট্রি বক্স। মনে হতেই পারে সাবেকিয়ানার ছোয়া রয়েছে।

শেষ মুহূর্তের কাজ চলছে সিএবিতে। আইসিসির কর্তারা পরিদর্শনে আসার আগেই কাজ শেষ করে নিতে চাইছে সিএবি।

সিএবির অন্দর মহলে প্রবেশ করলে তাক লাগিয়ে যেতে বাধ্য। এতটাই সুন্দর ভাবে গড়ে তোলা হচ্ছে। পুরনো ইডেনকে চেনা দায়।

ক্লাব হাউসের আপার টিয়ারে আগেই বসে গিয়েছে অত্যাধুনিক চেয়ার। এবার গোটা স্টেডিয়ামকে রং করার কাজ চলছে।

আরামদায়ক সোফা নিয়ে আসা হয়েছে। বিশ্বকাপের জন্য পুরোদমে সেজে উঠছে ইডেন গার্ডেন্স।