Hindustan Times
Bangla

রবিবার ২৮  মে উদ্বোধন হতে চলেছে দেশের নতুন সংসদ ভবনের।

জানা গিয়েছে দুটি ভাগে ভাগ হয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা সমেত বিশিষ্টরা।

নয়া সংসদভবনে ৮৮৮ জনের বসার বন্দোবস্ত রয়েছে নিম্নকক্ষে।  আর উচ্চকক্ষে ৩০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। 

সংসদভবন উদ্বোধন ঘিরে দিল্লিতে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। দেশের ২২ টি বিরোধী দল এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক  দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন এই সংসদ ভবন। সেখানে বার্তা পাঠানোর কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের।

কংগ্রেস, আপ, তৃণমূল কংগ্রেস, ডিএমকে সমেত দেশের মোট ২২ টি দল এই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। অনুষ্ঠানে থাকছে ২৫ টি বিরোধী দল। 

নয়া সংসদভবনের সাজসজ্জায় রাজস্থান থেকে আনা হয়েছে রঙবেরঙের পাথর। আসবাব এসেছে মুম্বই থেকে।

সংসদভবনে কার্পেট থাকছে উত্তর প্রদেশের মির্জাপুরের, বাঁশের কারুকার্য আনা হয়েছে আগরতলা থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমাংশে থাকছে হোমযজ্ঞ। থাকছে  সেনগোল রাখার অনুষ্ঠান। প্রার্থনা অনুষ্ঠান। দ্বিতীয় পর্যায়ে  থাকছে প্রধানমন্ত্রী সমেত বিশিষ্টদের ভাষণ, ও ৭৫ টাকার কয়েনের প্রকাশ্যে আসা।