Hindustan Times
Bangla

টেস্ট অভিষেকে ম্যাচের সেরা হওয়া ৯ জন ভারতীয় ক্রিকেটার

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হন যশস্বী জসওয়াল।

১৯৯২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেকে ১০৩ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হন প্রবীণ আমরে।

২০০৬ সালে ফয়জলাবাদে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন আরপি সিং।

২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন অশ্বিন।

২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকে ১৮৭ রানের দুরন্ত ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন শিখর ধাওয়ান।

২০১৩ সালে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ১৭৭ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা হন রোহিত শর্মা।

২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ১৩৪ রানের লড়াকু ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হন পৃথ্বী শ।

২০২১ সালে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ১০৫ ও দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন শ্রেয়স আইয়ার।