By Priyanka Bose
Published May 21, 2023

Hindustan Times
Bangla

নির্জলা একাদশী: প্রচণ্ড তেষ্টা পেলে এভাবে জল খান, ভাঙবে না উপোস

বছরে ২৪টি একাদশীর মধ্যে নির্জলা একাদশীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

২০২৩ সালের ৩১ মে নির্জলা একাদশী উপোস পালিত হবে।

নির্জলা একাদশীতে জল পান করা যায় না। একাদশীর দিন সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত নির্জলা থাকার নিয়ম রয়েছে।

কিন্তু জল ছাড়া তো থাকাও অসম্ভব। জেনে নিন উপবাসের সময় কোন নিয়মে জল পান করবেন-

মুখ ধুয়ে বা মুখে জল দিয়ে গার্গেল করতে পারবেন। মুখ থেকে জল বের করে ধুয়ে ফেলুন, গলা দিয়ে গিলবেন না।

উপবাসে জল না খেয়ে বাঁচতে না পারলে ১২ বার 'ওম নমঃ নারায়ণায়' জপ করুন। 

মন্ত্র জপের পর একটু প্লেটে জল ঢালুন। হাঁটু গেড়ে বসে জল পান করতে পারেন।

এই ভাবে জল পান করলে একাদশীর উপবাস ভাঙে না বলে বিশ্বাস করা হয়।

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য বিশ্বাস করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।