By Sritama Mitra
Published 28 Aug, 2023

Hindustan Times
Bangla

৯ বছরে ৫০ কোটি পার প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট সংখ্যা, উদ্যোগের প্রশংসায় নির্মলা

২ লাখ কোটি টাকার আমানত নিয়ে পথ চলা শুরু করেছিল এই প্রধানমন্ত্রী জনধন যোজনা। এই যোজনার আওতায় অ্যাকাউন্টের সংখ্যা ৫০ কোটির অঙ্ক পার করে গিয়েছে।

জনধন যোজনায় ৫৫.৫ শতাংশ অ্যাকাউন্ট রয়েছে মহিলাদের। এই দিকটিকেও তুলে ধরে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন নির্মলা সীতারমন।

বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি মিশন, এই জনধন যোজনা নিয়ে এদিন প্রশংসা উঠে আসে নির্মলা সীতারমনের তরফে। অর্থমন্ত্রী কী বলেছেন, দেখা যাক।

নির্মলা সীতারমন বলেন,'স্টেকহোল্ডার, ব্যাঙ্ক, বীমা কোম্পানি এবং সরকারি আধিকারিকদের সহযোগিতামূলক প্রচেষ্টায়, প্রধানমন্ত্রী জনধন যোজনা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে দাঁড়িয়েছে।'

এই উদ্যোগ নিয়ে নির্মলা বলেন,' মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কল্পনা অনুসারে দেশে আর্থিক অন্তর্ভুক্তির দিগন্ত পাল্টে দিয়েছে' এই যোজনা।

এই প্রধানমন্ত্রী জনধন যোজনায় দেখা গিয়েছে ৬৭ শতাংশ অ্যাকাউন্ট গ্রাম্য ও মফস্বল এলাকায় তৈরি হয়েছে।  

অ্যাকাউন্টগুলির আওতায় ৩৪০ মিলিয়ন রুপে কার্ড ইস্যু করা হয়েছে। তারমধ্যে রয়েছে ২ লাখের অ্যাক্সিডেন্ট ইনশিওরেন্স কভার। 

এই জনধন প্রকল্পের বিষয়ে প্রথমবার মোদী  এর তাবড় ইতিবাচক দিক তুলে ধরেন স্বাধীনতা দিবসের দিন তাঁর ভাষণে।

সেই প্রকল্পেরই ২৮ অগস্ট ৯ বছর পূর্তি পালিত হয়েছে।