Hindustan Times
Bangla

নাক খুঁটে হাত ধুচ্ছেন না? কোন বড় রোগ ডেকে আনছেন জানেন কি

নাক খোঁটার অভ্যাস কমবেশি অনেকেরই রয়েছে।

বিজ্ঞানীদের কথায়, এই অভ্যাস মোটেই ভালো নয়। তবে অনেকেই এই অভ্যাস ছাড়তে পারেন না।

নাকের ময়লা ভালো করে খুঁটে বার না করলে যেন মনের শান্তি হয় না।

তবে নাক খোঁটার পর অনেকেই হাত ধোয়ার কথা ভাবেন না।

এর থেকেই বড় রোগ হতে পারে। কারণ নাকের ওই ময়লাতে জীবাণু থাকে।

তাই নাক খোঁটার পর অবশ্যই হাত ধুয়ে নিন।