By Sanjib Halder
Published 7 Dec, 2024
Hindustan Times
Bangla
ওজন কমিয়ে এবার আন্তর্জাতিক পর্যায়ে নামবেন মীরাবাই চানু।
মীরাবাই চানুর ৪৯ কেজি ওজন বিভাগ উঠে যাচ্ছে।
৪৯ কেজি ওজন বিভাগেই টোকিও অলিম্পিক্সে পদক জিতেছিলেন চানু।
সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন।
IWF মহিলাদের ৪৯ কেজি ওজন বিভাগ বাতিল করেছে।
২০২৫ সালের জুন থেকে পুরুষ ও মহিলাদের বিভাগে ওজন বিভাগের সংখ্যা কমছে।
ওজন বিভাগের সংখ্যা ১০ থেকে কমিয়ে ৮ করা হচ্ছে।
পুরুষ বিভাগে ৫৫ কেজি বিভাগ বাতিল করা হবে এবং প্রতিযোগিতা ৬০ কেজি থেকে শুরু হবে।
মহিলাদের বিভাগে, মীরাবাইয়ের ৪৯ কেজি ওজন শ্রেণির সঙ্গে ৪৫ কেজি বিভাগ বিলুপ্ত করা হবে।
মীরাবাই ভবিষ্যতে ৪৮ কেজিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন