Hindustan Times
Bangla

২০২৪ সালে টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মার ক্রমাগত লড়াই করছেন। 

১১ বছরের দীর্ঘ কেরিয়ারে এটি তাঁর সবথেকে খারাপ মুহূর্ত।

পেস এবং স্পিন উভয়ের বিরুদ্ধেই ধারাবাহিক ব্যর্থতা হচ্ছেন রোহিত।

হোম এবং অ্যাওয়ে দীর্ঘতম ফর্ম্যাটে রোহিত শর্মার প্রযুক্তিগত দুর্বলতা প্রকাশ পাচ্ছে।

২০২৪ সালে ৩৭ বছর বয়সি রোহিত ১৪টি টেস্টে ৬১৯ রান করেছিলেন।

এই সময়ে তিনি ২৪.৭৬ এর হতাশাজনক গড়ে রান করেছেন তিনি।

ভারত অধিনায়ক রোহিত শর্মা ২০২৪ সালে মাত্র দুটি শতরান ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন।

রোহিত তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের কারণে BGT 2024-25 প্রথম টেস্ট মিস করেছিলেন। 

এই সিরিজের পাঁচটি ইনিংসে ৬.২০ গড়ে মাত্র ৩১ রান করছেন রোহিত শর্মা। 

পাঁচটি ইনিংসে রোহিতের স্কোর ছিল ৩, ৬, ১০, ৩ এবং ৯ রান।