Hindustan Times
Bangla

একা ইমরান হাশমি নন,  এই ৭ বলি-অভিনেতাও কিন্তু 'সিরিয়াল কিসার'

একটা সময় ছিল অভিনেতা ইমরান হাশমিকে বলিউডে 'সিরিয়াল কিসার' ট্যাগ দেওয়া হয়েছিল। তবে এখন ইমরান ছাড়াও একাধিক বলিউড অভিনেতা রয়েছে এই তালিকায়-

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তাঁর প্রায় প্রতিটা ছবিতেই চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন।

'পেয়ার কা পাঞ্চনামা' ছবিতে ৩৭টি চুম্বনের দৃশ্য দিয়েছেন কার্তিক আরিয়ান। 'সত্যপ্রেম কি কথা' ছবিতে কিয়ারা আডবানির সঙ্গে তাঁর একটি লিপ লকের দৃশ্য রয়েছে।

শুধু বলিউড ছবিতে নয় হলিউড ছবিতেও চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।

'আশিকি ২' থেকে 'ওকে জানু' একাধিক ছবিতে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর।

বলিউডের চকলেট বয় শাহিদ কাপুর বি-টাউনের সেরা কিসার। 'কবীর সিং' ছবিতে কিয়ারা আডবানির সঙ্গে তাঁর কয়েক ডজন চুম্বনের দৃশ্য রয়েছে।

অনুষ্কা শর্মা থেকে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, একাধিক নায়িকার সঙ্গে অনস্ক্রিনে লিপলক করেছেন রণবীর সিং।

'ইশকজাদে' থেকে 'কি অ্যান্ড কা' একাধিক ছবিতে চুমুর দৃশ্যে অভিনয় করেছেন অর্জুন কাপুর।