Hindustan Times
Bangla

শুধু 'পসুরি' নয়, এই ৬ পাকিস্তানি গানের রিমেক তৈরি করেছে বলিউড

'সত্যপ্রেম কি কথা'-র 'পসুরি নু' গানটি পাকিস্তানি গায়ক আলি শেট্টির গাওয়া 'পসুরি' গানের রিমেক। গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল চর্চা।

পাকিস্তানি গানের বলিউড রিমেক বিন্দুমাত্র পছন্দ হয়নি বহু পাকিস্তানির। তবে বলিউডে পাকিস্তানি গানের রিক্রিয়েট এই প্রথম নয়। এর আগেও অনেক পাকিস্তানি গানের রিমেক হয়েছে-

পাকিস্তানি পপ গায়িকা নাজিয়া হাসানের গানকে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে 'ডিস্কো দিওয়ানে' গানের বলিউড রিমেক সংস্করণ ব্যবহার করা হয়েছে। 

'লাভ আজ কাল'-র গান 'কাদি তে হাস' গানটির আসল সংস্করণটি গেয়েছিলেন পাকিস্তানি গায়ক শওকত আলি। 

বলিউড গায়িকা কণিকা কাপুরের গাওয়া 'বোহে বারিয়ান' গানটি এর আগে নব্বইয়ের দশকে বিখ্যাত পাকিস্তানি গায়িকা হাদিয়া কিয়ানি গেয়েছিলেন।

'ফ্যানি খান' ছবির 'হালকা হালকা সরুর' গানটির আসল সংস্করণটিও গেয়েছেন নুসরাত ফতেহ আলি খান। 

পাকিস্তানি কাওয়ালি গায়ক নুসরাত ফতেহ আলি খানের 'মেরে রাশকে কামার' গানটির রিমেক সংস্করণ অজয় ​​দেবগনের 'বাদশাহো' ছবিতে ব্যবহার করা হয়েছে।