By Sanjib Halder
Published 18 Dec, 2024
Hindustan Times
Bangla
আরও এক ক্রিকেটার বর্ডার গাভাসকর ট্রফি থেকেই অবসর নিলেন।
গাব্বা টেস্ট খেলেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন রবিচন্দ্রন অশ্বিন।
এর আগেও এমনভাবেই হঠাৎ টেস্ট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেটাও ছিল BGT.
অনিল কুম্বলেও বর্ডার গাভাসকর ট্রফি থেকেই টেস্ট কেরিয়ারে ইতি টেনে ছিলেন।
ভারতীয় দলের 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়ও বর্ডার গাভাসকর ট্রফির পরেই টেস্টকে আলবিদা জানিয়েছিলেন।
ভিভিএল লক্ষ্মণও বর্ডার গাভাসকর ট্রফির পরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ও নিজের টেস্ট কেরিয়ারের শেষ ম্য়াচটি বর্ডার গাভাসকর ট্রফিতে খেলেছিলেন।
এই তালিকায় রয়েছে বীরেন্দ্র সেহওয়াগের নাম। তিনিও BGT থেকেই অবসর নিয়েছিলেন।
এই তালিকায় নতুন সংযোজন রবিচন্দ্রন অশ্বিন। তবে তার অবসরের সময় নিয়ে চটেছেন গাভাসকর।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন