Hindustan Times
Bangla

দেশে বাড়ছে বাঘের সংখ্যা! কেন্দ্র পেশ করল পরিসংখ্যান

২০০৬ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল ১৪১১টি। পরে সেই সংখ্যা বেড়ে গিয়ে ২০২২ সালে হয় ৩৬৮২টি। 

বাঘ গণনা সংক্রান্ত এই তথ্য সংসদে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডি এই তথ্য জানিয়েছেন।  

কেন্দ্রীয় মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল যে, কোনও বিশেষ পশু, পাখি, ফুল কে কি দেশের জাতীয় পশু, পাখি, ফুলের তকমা দেওয়া হয়েছে সদ্য মানুষের আবেগের কথা ভেবে ?

কেন্দ্রীয় পরিবেশ, বন, আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত মন্ত্রক জানিয়েছে, ভারতের জাতীয় পশু বাঘ আর জাতীয় পাখি ময়ূর।

আইনত যে সমস্ত জায়গায় দেশের জাতীয় পশু ও জাতীয় পাখি ঘোরাফেরা করে, সেই সমস্ত জায়গা নির্দিষ্ট ভাবে 'প্রোটেকটেড এলাকা'র আওতায় পড়ে।

কেন্দ্র জানাচ্ছে, দেশে বেড়েছে বাঘের সংখ্যা।

কেন্দ্রের তরফে বলা হয়েছে,'২০০৬ সালে যা ১৪১১ ছিল, তা ২০২২ সালে বেড়ে গিয়ে হয়েছে ৩৬৮২।'