Hindustan Times
Bangla

এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির বুদ্ধি প্রখর হয়, হাতে আসে টাকা

হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রকে। জ্যোতিষের সাহায্যে কোনও ব্যক্তির বর্তমান থেকে ভবিষ্যত, সবই নির্ধারণ সম্ভব।  এমনকী, বলে দেওয়া যায় স্বভাবও।

সংখ্যাতত্ত্বও জ্যোতিষশাস্ত্রের একটা বড় অঙ্গ। যা একজন ব্যক্তির জন্ম-তারিখের ভিত্তিতে রেডিক্স সংখ্যা নির্ধারণ করে। আর এই রেডিক্স সংখ্যার সাহায্যে কোনও ব্যক্তির প্রকৃতি ও ভবিষ্যত নির্ধারণ করা যায়। 

বছরের যে কোনও মাসের ৫, ১৪, ২৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রেডিক্স নম্বর ৫ হয়। আজ আমরা এই ৫ নম্বর জাতক/ জাতিকাদের কথাই বলব। 

সংখ্যাতত্ত্ব অনুসারে ৫ রেডিক্সে জন্মগ্রহণকারীদের শাসক গ্রহ হল বুধ। অর্থাৎ ৫,১৪,২৩-এ জন্মগ্রহণকারীদের অধিপতি বুধ গ্রহ।

বিশ্বাস করা হয় যে, বুধ গ্রহের প্রভাবের কারণেই ৫, ১৪, ২৩ তারিখে জম্মগ্রহণকারীরা খুব তীক্ষ্ণ মনের হয়। জ্ঞানের ভান্ডার অপরিসীম।

এরা খুব সহজেই নিজেদের কাজের জায়গায় প্রতিষ্ঠা পায়। শুধু তাই নয়, বজায় থাকে সুনাম। পদোন্নতি ও আয়ের রাস্তাও থাকে খোলা। 

রেডিক্স ৫ যাদের, তাঁরা খুব জলদি সিদ্ধান্ত নিতে পারে। এদের প্রগাঢ় ব্যক্তিত্ব দাগ কেটে যায় মানুষের মনে। 

৫.১৪, ২৩ তারিখে জন্ম হলে এরা স্বভাবে হন বন্ধুত্বপূর্ণ। খুব সহজেই মিশে যেতে পারেন। কাজের জায়গা হোক বা বন্ধুনমহল, এরা অতীব জনপ্রিয়।