By Suman Roy
Published Jan 21, 2023

Hindustan Times
Bangla

এই তারিখে জন্ম যাঁদের, সেই মেয়েরা নাকি খুব সুন্দর! কারা তাঁরা?

সংখ্যাতত্ত্ব অনুসারে, সংখ্যার ভিত্তিতে একজন ব্যক্তির প্রকৃতি এবং ব্যক্তিত্ব জানা যায়। 

যে কোনও মাসের ৫, ১৫ এবং ২৪ তারিখে যাঁদের জন্ম, তাঁদের সংখ্যা হল ৬। 

যে সব মেয়ের এই সংখ্যা ৬, তাঁরা কেমন মানুষ হন, জেনে নিন এখান থেকে। 

যে সব মেয়েদের সংখ্যা ৬, তাঁদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়। এমনই বলছে সংখ্যাতত্ত্ব। 

শুক্রকে এই সংখ্যার জাতকদের শাসক গ্রহ বলে মনে করা হয়। তাই এই মেয়েরা খুব সুন্দরী হন বলেই মনে করা হয়। 

বয়সের ছাপ এই মেয়েদের উপর খুব কম পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁরা আরও সুন্দরী হয়ে ওঠেন।

শৈশব থেকেই এই মেয়েরা খুব ভালো খুব সুযোগ পান বলেই মনে করা হয়।

এই সব মেয়েরা অন্যদের সাহায্য করতে চান। এবং কিছুটা শান্ত প্রকৃতিরও হন তাঁরা। 

এঁরা খুব ভালো বন্ধু হয়ে ওঠেন। 

আরও ওয়েব স্টোরিজের জন্য