Hindustan Times
Bangla

৮ জানুয়ারি ছিল জন্মদিন, এবার জন্মদিন দুবাইতে সেলিব্রেট করেছেন নুসরত জাহান।

জন্মদিন সেলিব্রেশনের বেশকিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নুসরত।

নুসরতের পোস্ট অনুযায়ী  বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেলে ছিলেন তিনি।

দুবাই-এর সেই হোটেলের নানা প্রান্ত থেকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

দুবাইয়ের হোটেলের লবিতে বসে ডাবের জল পান নুসরতের।

দুবাইতে গোল্ড টি- পান করেছেন নুসরত, জানা যায়, এই গোল্ড টি-র দাম নাকি ১ লক্ষ!

নুসরতের জন্মদিনে রোম্যান্টিক যশ দাশগুপ্ত।

জন্মদিনে নুসরতের জন্য হোটেলের ঘরে হাজির ছিল এই বিশেষ কেক ও ফুল।

পিয়ানোতে সুর তুলেছিলেন প্রাক্তন সাংসদ!

দুবাই-এর বুর গ্র্যান্ড মসজিদেও গিয়েছিলেন নুসরত জাহান।

দুবাই-এর বিখ্যাত BCHCLB রেস্তোরাঁয় নুসরত।

দুবাইতে নামী ব্র্যান্ডের জিনিসপত্র কেনাকাটা করেছেন নুসরত।

আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন।