Hindustan Times
Bangla

কত্তটা পালটে গেছেন নুসরত! প্লাস্টিক সার্জারি করেই এই ভোলবদল? জানুন সত্যিটা

বিতর্ক আর নুসরত জাহান যেন সমার্থক শব্দ। তারকা সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামে না 

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদের বোল্ড অবতার নিয়েও চলে সামালোচনা। কিন্তু নুসরতকে বছর দশেক আগে মোটেই এমন দেখতে ছিল না! 

২০১১ সালে শক্রু ছবির সঙ্গে রুপোলি সফর শুরু করেন নুসরত জাহান, সেই সময়কার ছবি দেখলে চেনা দায় নায়িকাকে!

পুরোনো ছবিতে নুসরতের নাকের আকার আজকের  চেয়ে আলাদা, এমনকি তাঁর থুতনিও। তাহলে কি প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি? 

নিজের টক শো-তে এই বিতর্ক নিয়ে জবাব দিয়েছিলেন নুসরত। যশ ঘরণী বলেন, ' আমি কোনও রকমের সার্জারি করাইনি। হরমোনের তারতম্যের জন্য আমার নাকটা বড় হয়ে গেছিল'

নায়িকা যোগ করেন, 'চামড়ার রং ও টু টোন হয়ে গেছিল। সন্তান জন্মের পর ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছি'

২০২১ সাল ছিল নুসরতের জীবনের সবচেয়ে বিতর্কিত বছর!! নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক ভেঙে যশের হাত ধরেন নায়িকা। পরে আদালত জানায় নিখিল-নুসরতের বিয়ে ছিল অবৈধ

ওই বছর অগস্ট মাসে ছেলে ঈশানের জন্ম দেন নুসরত। স্বামী-সন্তান নিয়ে এখন সুখে সংসার করছেন তিনি

সদ্যই মুক্তি পেয়েছে যশ-নুসরত অভিনীত সেন্টিমেন্টাল। এই ছবির প্রযোজকও স্বামী-স্ত্রী দুজনে।